নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির বেঙাই জোতর কাঞ্চনজঙ্ঘা চা কারখানায় বিধ্বংসী আগুন লেগে ভয়াবহ পরিস্থিতি তৈরী হয়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই নকশালবাড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
পরে আগুন নিয়ন্ত্রণে আনতে মাটিগাড়া থেকে আরো দুইটি ইঞ্জিনকে পাঠানো হয়। প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান, কারখানায় দাহ্য পদার্থ ছিল। পাশাপাশি প্যাকেট তৈরীতে যে ধরনের দ্রব্য ব্যবহার হয় সেখান থেকেই আগুন ভয়াবহতার আকার ধারণ করে।
কিন্তু এখনো অবধি আগুন লাগার কারণ স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে আগুন লাগার কারণ কি ও কারখানায় কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।