নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ আসানসোল দক্ষিণ থানার ফতেপুরের কাছে বরাকরের জিটি রোডে একটি মিনি বাস ও বরাকর-বাঁকুড়াগামী একটি বড়ো বাসের মধ্যে রেষারেষির জেরে আহত হয়েছেন প্রায় ১২ জন। এই দুর্ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আচমকা বড়ো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসের পিছনে ধাক্কা মারে। আর সেই ধাক্কার জেরে মিনি বাসটি ছিটকে গিয়ে বিদ্যুৎ এর একটি ট্রান্সফর্মারে ধাক্কা মারে। এই ঘটনায় দু’টি বাসেরই কয়েক জন যাত্রী আহত হলে আহতদের চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, “বাসের রেষারেষির জেরে এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। অনেকে জিটি রোড সম্প্রসারণের দাবীও তুলেছেন। এদিনের দুর্ঘটনার জেরে জিটি রোডে যানজট দেখা দেয়। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।”