নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ সকালবেলা পশ্চিম মেদিনীপুরের আসানসোলের সেন্ট জোসেফ স্কুলের কাছ থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার কেন্দ্র করে তীব্র শোরগোল শুরু হয়। কিন্তু এখনো মৃতের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালবেলা অভিভাবকেরা ছেলেমেয়েদের বিদ্যালয়ে দিতে এসে পাশের পরিত্যক্ত জমিতে অর্ধদগ্ধ দেহ দেখতে পান। এরপর বিদ্যালয়ে খবর দিতেই আসানসোল দক্ষিণ থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ সহ মৃতদেহের পাশ থেকে একটি সাইকেলও উদ্ধার করা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে যে, শীতের রাতে ওই পরিত্যক্ত জমিতে কাঠকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়েই এই বিপত্তি ঘটেছে। যদিও মৃত ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন কিনা তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।