নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ এবার উত্তরপ্রদেশের হরদৈতে ১৫ বছর বয়সী নবম শ্রেণীর এক ছাত্রকে চাপা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে দ্রুত গতিতে ছুটল গাড়ি। পথচারীদের চিৎকারেও চালক গাড়ি থামালেন না। এই ভয়াবহ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা রীতিমতো আঁতকে উঠলেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল কেতন কুমার সাইকেলে চেপে কোচিং ক্লাসে যাওয়ার সময় একটি সাদা ওয়াগন গাড়ি সাইকেলে ধাক্কা দিতেই কেতন পড়ে গিয়ে গাড়ির পিছনে পা আটকে যায়। এরপর চালক ঘটনাস্থল থেকে পালানোর জন্য আরো জোরে গাড়ি চালিয়ে দেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কিশোর বার বার পা বার করার চেষ্টা করছে।
আর পথচারীরা গাড়ির পিছনে চিৎকার করতে করতে ছুটলেও চালক কোনো কিছুই শুনছেন না। শেষ অবধি ভিড় বাজারে হাজির হলে সকলে মিলে গাড়িটিকে আটকে কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর পাশাপাশি চালককেও মারধর শুরু করা হয়। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে চালককে গ্রেফতার করে নিয়ে যান।