নিজস্ব সংবাদদাতাঃ কেরলঃ অনলাইনে বিরিয়ানি অর্ডার দিয়ে সেই বিরিয়ানি খেয়েই মৃত্যু হলো এক তরুণী। এমনই অভিযোগ তুলেছে মৃতার পরিবার। কেরলের কাসারগড় জেলায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গত ৩১ শে ডিসেম্বর ওই তরুণী স্থানীয় একটি হোটেল থেকে অনলাইনে ‘কুজিমান্থি’ (স্থানীয় ভাষায় এটিকে বিরিয়ানি বলে) আনিয়েছিলেন। কিন্তু খাওয়ার পরই অসুস্থ বোধ করলে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে শারীরিক অবস্থার অবনতির জন্য কর্নাটকের ম্যাঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ মৃত্যু হয়েছে। মৃত্যুর পরই পরিবারের তরফে ওই হোটেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, খাবারের বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে।
যদিও ফরেন্সিক রিপোর্ট আসার পরই বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে। এই খবর চাউর হতেই স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানান, “খাদ্য নিরাপত্তা কমিশনারকে এই বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাশাসকও বিষয়টি খতিয়ে দেখছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।” পাশাপাশি যে সব হোটেলের খাবার খেয়ে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে সেই হোটেলগুলি চিহ্নিত করে লাইসেন্স বাতিল করা হবে।”