নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ বেঙ্গালুরুর প্রেসিডেন্সি কলেজে প্রেমিকের হাতে খুন হলেন বিটেকের ১ ছাত্রী। অভিযুক্ত যুবক বিসিএর ছাত্র পবন কল্যাণ। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গত তিন থেকে চার বছর ধরে পবন লায়াস্মিতার বাড়িতে বিয়ের প্রস্তাব দিচ্ছিল। কিন্তু প্রতিবারই লায়াস্মিতার মা-বাবা প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এমনকি মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখলে ভালো ফল হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন।
এরপরেও আচমকাই পবন কলেজে ঢুকে লায়াস্মিতার উপর ছুরি নিয়ে একের পর এক কোপ বসাতে থাকে। তারপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এরপরেই পবন নিজের বুকে ছুরি চালিয়ে দেয়। তারপর লায়াস্মিতার সহপাঠীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
পবনকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ এই ঘটনায় ভালোভাবে তদন্ত শুরু করেছেন। এছাড়া লায়াস্মিতাকে কোপানোর আগে পবন ও লায়াস্মিতার মধ্যে কি কথা হয়েছিল আর বিয়ের প্রস্তাব ফেরানো না কি অন্য কোনো উদ্দেশ্যে খুন করা হয়েছে তাও জানার চেষ্টা চলছে।