নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আজ জলপাইগুড়ির বিন্নাগুড়ি এলাকার সাকোয়াঝোরা তেলিপাড়ার জগদীশ কলোনীতে ঘর থেকে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতা গয়েরকাটার সাকোয়াঝোরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সীমা দাস।
স্থানীয় সূত্রে খবর, সীমা দেবীকে পরিবারের সদস্যরা শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তখন ঘরের দরজা খোলা ছিল। যা নিয়ে অনেকে খুনের অভিযোগ করছেন। বিন্নাগুড়ি ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পাশাপাশি পুলিশ এটি খুন না কি আত্মহত্যা সে সব নিয়ে তদন্ত শুরু করেছেন। পঞ্চায়েত সদস্যার অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী সহ তৃণমূলের নেতৃত্ব সীমা দেবীর বাড়িতে যান। সীমা চৌধুরী জানান, ‘‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আচমকা এক পঞ্চায়েত সদস্যাকে হারালাম। পরিবারটির পাশে আছি। আর পুলিশের কাছে আবেদন করছি, যেন এই মৃত্যুর সঠিক তদন্ত হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের একটা বিরাট ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’’