নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ মালদার পর নিউ জলপাইগুড়ির কারশেড এলাকায় বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার অভিযোগ উঠলো। রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) তরফে জানা গেছে, পাথরের আঘাতে এই এক্সপ্রেসের সি-৩ ও সি-৬ কামরার জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য জানান, ‘‘ট্রেনে পাথর ছোঁড়া একটা সামাজিক ব্যাধি। সারা বছর এই বিষয়ে সচেতনতা কর্মসূচী চালানো হয়। এক সময়ে পার্ক সার্কাসে লোকাল ট্রেনে এটা খুব হত। সচেতন করার ফলে এখন বন্ধ হয়ে গিয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসে যা হয়েছে তা আরপিএফের সঙ্গে জিআরপিরও দেখার কথা। আমরা রাজ্য প্রশাসনের সাথে এই বিষয় নিয়ে কথা বলব।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কর্মসূচীতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন। আর রবিবার থেকে এই এক্সপ্রেসে যাত্রী চলাচল শুরু হয়। কিন্তু প্রথম দিনেই শৌচাগারে জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজা ঠিকঠাক না-খোলা, চা-প্রাতরাশ সব যাত্রীর কাছে যথাসময়ে পৌঁছে দিতে না পারার মতো পরিষেবাগত একাধিক অভিযোগ উঠেছে।