নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল সন্ধ্যাবেলা মালদার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেল অভিযোগ দায়ের করল। আজ মালদার সামসি স্টেশনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, পাথরের আঘাতে এক্সপ্রেসটির সি-১৩ কামরার ডান দিকের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এদিন কাটিহার ডিভিশনের কর্তারা এই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন। পাথর ছোঁড়ার জন্য এক্সপ্রেসের যে ক্ষতি হয়েছে, তার রির্পোটও তৈরী করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু আপাতত ওই কাণ্ডে কেউ গ্রেফতার হয়নি। তবে কেন্দ্রীয় আইবি এই ঘটনার তদন্ত শুরু করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইট করে জানান, “এই ঘটনায় এনআইএকে দিয়ে তদন্ত করানো উচিত।”
Sponsored Ads
Display Your Ads Hereতৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “উপযুক্ত তদন্ত করতে হবে।” এছাড়া সম্প্রতি উত্তরপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসে ভাঙচুরের কথাও মনে করিয়ে দিয়েছেন। তাই সস্তার রাজনীতি করার জন্য এমন ষড়যন্ত্র করা হচ্ছে কি না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। অতএব পাথর ছোঁড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গেছে।