নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ সীমান্ত দিয়ে দেশে অস্ত্র ঢোকানোর বড়োসড়ো পরিকল্পনা ব্যর্থ করে দিল সেনা। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে উরিসলর হাতলাঙা গ্রামে সেনাবাহিনী স্থানীয় পুলিশের সাথে যৌথ ভাবে অভিযান চালিয়ে ৮ টি একে-৪৭ রাইফেল, ১২ টি পিস্তল সহ আরো অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
সেনা সূত্রে জানা গিয়েছে, চলতি বছরে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে। এদিন সেনা এবং পুলিশের যৌথ দল গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে অস্ত্রগুলিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে একে ৭৪ইউয়ের মতো আধুনিক সমরাস্ত্রও রয়েছে। কিন্তু এখনো অবধি কাউকে গ্রেফতার করা যায়নি।
প্রতি বছরই শীতের মরসুমে সীমান্তে বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আগে পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে অস্ত্র ও জঙ্গি পাঠায়। তাই এই সময় সীমান্তরক্ষীরা দেশের সীমান্তে কড়া নজরদারি চালায়। আর ঘটনার পরে এই নজরদারি আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।