নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ দেশ জুড়ে করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’ ঘিরে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে। এর জেরে পাঞ্জাবে নতুন করে করোনা সংক্রমণ রুখতে রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হল। যে কোনো জমায়েত, সরকারী-বেসরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার বিধি কার্যকর করা হয়েছে।
মুখ্যমন্ত্রী ভাগবন্ত মানের নির্দেশ অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য দপ্তরেরর তরফে জানানো হয়েছে, মাস্ক পরার পাশাপাশি শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণ মোকাবিলায় কঠোর ভাবে যাতে বিধিনিষেধ পালন করা হয়, সেদিকে প্রশাসনকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া করোনা পরীক্ষায় জোর দেওয়ার কথা বলা হয়েছে। কারোর মধ্যে করোনার উপসর্গ থাকলে দ্রুত পরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় একটি কন্ট্রোল রুম খোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে মাস্ক পরার বার্তা দিয়েছেন। কিন্তু এখনো অবধি দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়নি। তবে পাঞ্জাবের পাশাপাশি অতি সম্প্রতি কর্ণাটকে বদ্ধ জায়গা এবং শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।