ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ আচমকা পাকিস্তানের ইসলামাবাদ বাজারের কাছে অর্থাৎ আই-১০/৪ এলাকায় বিস্ফোরণের জেরে নিহত হয়েছেন আদিল হুসেন নামে ১ জন পুলিশকর্মী। আর আহত হয়েছেন অন্তত ৬ জন। আদিল হুসেন হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আজ সকালবেলা ১০ টা ১৫ মিনিটে এক জন ব্যক্তি ও এক জন মহিলা গাড়িতে করে আসেন। এরপর পুলিশ সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালান। আর তল্লাশির সময় ওই ব্যক্তি গাড়ির মধ্যে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।
তারপরই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া এই বোমা হামলার ঘটনায় গোটা এলাকা নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে। তাছাড়া আরো জানা গিয়েছে যে, জঙ্গিরা আইনশৃঙ্খল পরিস্থিতির অবনতি ঘটাতে পুলিশকে টার্গেট করছে।
এই বিস্ফোরণের জেরে এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। ইসলামাবাদ পুলিশ এলাকাবাসীদের বিস্ফোরণস্থল এড়ানোর পরামর্শ দিয়েছেন। অন্যদিকে বিদেশমন্ত্রী বিলাবল ভু্ট্টো জারদারি এই হামলার তীব্র নিন্দায় সরব হয়েছেন।