নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের চার্চগেটের মেরিন ড্রাইভের কাছে একটি বিলাসবহুল ক্লাবে ৩ বছর বয়সী শিশু মা-বাবার সাথে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে ছ’তলার সিঁড়ির রেলিং গলে নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যু হয় শিশুটির।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে যে, মৃত শিশুটির নাম হৃদয়াংশ রাঠৌর। রাজ পুরোহিত নামে এক বিজেপি নেতা ওই ক্লাবের সাত তলায় চারশো জন সদস্যের জন্য জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন করেছিলেন। রাজ পুরোহিত নিজে ওই ক্লাবের সহ সভাপতি।
ওই দিন রাতেরবেলা ১০ টা ৪৫ মিনিট নাগাদ হৃদয়াংশ ১১ বছর বয়সী একটি ছেলের সাথে ছ’তলায় ওয়াশরুমে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় টাল সামলাতে না পেরে সিঁড়ির রেলিং গলে পড়ে যায়। ক্লাবের নিরাপত্তারক্ষী ভারী কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে ছুটে এসে দেখেন শিশুটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
এরপর তড়িঘড়ি হৃদয়াংশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হৃদয়াংশের বাবা অবিনাশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। এক আত্মীয়ের অভিযোগ, “সিঁড়ির রেলিং কাচ দিয়ে ঘেরা ছিল। কিন্তু রেলিংয়ের একটা জায়গায় কাচ দেওয়া ছিল না।
খেলা দেখানোর আয়োজনের আগে এই জায়গাটি ঠিক করা উচিত ছিল কিন্তু তা না করায় এই দুর্ঘটনাটি ঘটেছে।” মেরিন ড্রাইভ এক জন পুলিশ আধিকারিক জানান, “প্রাথমিক ভাবে এই দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। শিশুটির পড়ে গেল কিভাবে সেই বিষয়ে ওই কিশোর ও নিরাপত্তারক্ষীর বয়ান নেওয়ার পাশাপাশি ঘটনাটির তদন্ত করা হবে।”