নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর বেঙ্গালুরু থেকে একটি সরকারী বাস মাথুর হয়ে তিরুবন্নমালাইয়ের দিকে যাচ্ছিল। কিন্তু আচমকা বাসের চালক বাস চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হলে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক জন সাইকেল আরোহীকে ধাক্কা মারার পাশাপাশি একাধিক গাড়িতে ধাক্কা মেরেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় বাসে ২০ জন যাত্রী ছিলেন। ৫৬ বছর বয়সী কে পালানির বাস চালাতে চালাতে হঠাৎ করে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এর জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথেই এক জন সাইকেল আরোহীকে ধাক্কা মারতেই ওই আরোহী পিষে যান। আর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতের নাম কমলনাথন। বয়স ৬৫ বছর।
এরপরও বাসটি না থেমে রাস্তার ধারে দাঁড়ানো পর পর পাঁচটি মোটরসাইকেলে ধাক্কা মারে। মাথুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কে পালানিকে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যান। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
যদিও যাত্রীরা কেউ আহত হননি। পুলিশ তদন্ত করে জানতে পেরেছেন যে, কে পালানি হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পরেও বেশ কিছু ক্ষণ সজ্ঞানে দুর্ঘটনা এড়ানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন। এই ঘটনায় বাস যাত্রীরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন।