নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা সদর ব্লকের রানিনগরের জাতীয় সড়ক থেকে উদ্ধার করলো বর্মা সেগুন (বার্মা টিক) কাঠ।
বন দপ্তর সূত্রে জানা যায়, লরি ভর্তি মিষ্টি কুমড়ো স্তূপের ভিতরে বর্মা সেগুন কাঠ লুকোনো ছিল। এরপর অভিযান চালালে কুমড়ো সরিয়ে ওই কাঠ বাজেয়াপ্ত করা হয়। আর পাচারে যুক্ত থাকার অভিযোগে ও কাঠের বৈধ কাগজ না থাকায় লরি চালক এবং তার এক জন সঙ্গীকে গ্রেফতার করা হয়। ধৃত দু’জনের বাড়ি মহারাষ্ট্রে বলে জানা গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereআজ অভিযুক্তদের জেলা আদালতে তোলা হবে। এই জেলায় বার বার জাতীয় সড়ককে ব্যবহার করে বেআইনী কাঠ পাচারের অভিযোগ উঠছে। বনদপ্তরের দাবী, ‘‘গত ছ’মাসে প্রায় ৫০ কোটি টাকার বর্মা সেগুন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া পাচারের অভিযোগে ৫০ জনেরও বেশী পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereএই বর্মা সেগুন কাঠের দাম অনেকটাই বেশী।’’ এর আগে বন দপ্তর তুষ, কাচের বোতল ও সিমেন্টের বস্তার আড়ালে সেগুন কাঠ পাচারের ছক ভেস্তে দিয়েছিল। এবার কুমড়োর আড়ালে ভিন্ রাজ্য থেকে ওই বর্মা সেগুন কাঠ বোঝাই করে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া ছক পণ্ড করে দেওয়া হয়েছে।