নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ আচমকা গতকাল গাজলডোবা যাওয়ার পথে গাজলডোবা ও শিলিগুড়ির মধ্যে সংযোগ স্থাপনকারী আমবাড়ির পারোমুন্ডা করোতোয়া সেতুতে ফাটল ধরে সেতুর একাংশ বসে যাওয়ায় প্রশাসনের তরফে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
আমবাড়ি থানার পুলিশ ও পূর্ত দপ্তরের আধিকারিকরা সেতুর ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। এরপর পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার অজিত সাহা সেতু পরিদর্শন করে জানান, ‘‘ভারী গাড়ি যাতায়াতের জন্য সেতুর এই হাল হয়েছে। সেতুতে যান চলাচলের মতো পরিস্থিতি নেই। লোড ক্যাপাসিটি ফেল করে গিয়েছে। সে সময়কার লোড ক্যাপাসিটির কথা মাথায় রেখে সেতু তৈরী হয়েছিল। এখন যান চলাচল বন্ধ করে নতুন ভাবে কাজ করতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই উড়ালসেতু তৈরী হওয়ার পর স্থানীয় এবং পর্যটকদের কাছে গজলডোবা যাতায়াতে সুবিধা হয়। যানজট পেরিয়ে খুব সহজেই জঙ্গলের মাঝখান দিয়ে পৌঁছে যাওয়া যেত। কিন্তু সেতু বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার রাস্তা ঘুরে গাজলডোবায় পৌঁছতে হবে।
Sponsored Ads
Display Your Ads Here