নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় পাইপলাইনের গর্তে নেমে মাটি সংগ্রহ করতে গিয়ে মাটি ধসে আটকে গেল ২ কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় গ্যাসের পাইপলাইন পাতার জন্য মাটি খুঁড়ে গভীর গর্ত করা হয়েছে। কয়েক জন কিশোর সেই গর্তে নেমে বস্তায় করে এঁটেল মাটি সংগ্রহ করছিল। ওই সময় আচমকা ওই গর্তের পাড়ের মাটি ধসে পড়তেই দুই জন কিশোর চাপা পড়ে যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই দুই জন কিশোর সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এরপর পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয় ওই গর্তে আর কেউ চাপা পড়ে আছে কি না তা খুঁজে দেখার জন্য।