Indian Prime Time
True News only ....

এবার আবাস যোজনার তালিকায় নাম উঠে এসেছে বিজেপি বিধায়কের স্ত্রীর

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ্যে আসতেই শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে বিরোধীরা সরব হয়েছে। এবার এই শোরগোলের মধ্যে আবাস যোজনার তালিকায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের পূর্ব নহবাসন গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পলশুড়া গ্রামে এক বিজেপি বিধায়কের স্ত্রীর নামকে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে।

তৃণমূলও বিজেপির বিরুদ্ধে পাল্টা প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে। তবে এই বিতর্কে জড়িয়ে পড়া বাঁকুড়ার সোনামুখী ব্লকের ওই বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি জানান, ‘‘যখন ২০১৮ সালে আবাস যোজনার সমীক্ষা হয়েছিল তখন পাকা বাড়ি ছিল না। আর বিধায়কও ছিল না। কোনোদিন আমি বা আমার পরিবার আবাস যোজনার জন্য আবেদনও করিনি।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আর তালিকায় নাম আছে দেখে স্ত্রী নিজেই জেলাশাসককে তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য চিঠি লিখে আবেদন করেছেন। তৃণমূল এই বিষয়টিকে নিয়ে নোংরা রাজনীতি করছে।’’ জেলাশাসক কে রাধিকা আইয়ার এই প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের কাছে যা রিপোর্ট এসেছে আমরা তার ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখব।’’

/

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায় বলেছেন, ‘‘চোরের মায়ের বড় গলা।’’  আবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘দিবাকরের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন। তথ্য গোপন করেই এই কাজ করা হয়েছে।’’

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored