নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বর্ধমানের তিনকোনিয়া এলাকার একটি হোটেল থেকে প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুগলের নাম মহাদেব মাঝি ও প্রিয়াঙ্কা মিত্র। বাড়ি বাঁকুড়ায়। কিন্তু বর্তমানে প্রিয়াঙ্কা বর্ধমানের ইছলাবাদ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘‘মহাদেব নামে এক যুবক প্রিয়াঙ্কাকে নিয়ে চার তলায় একটি ঘর ভাড়া নেন। আর হোটেল কর্মীদের জানান, প্রিয়াঙ্কা তার বোন। কিছুক্ষণ পর দুই জনেই চেক আউট করবেন।’’ তবে অনেকক্ষণ ঘর না খোলায় ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পাওয়ায় পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ মহাদেব এবং প্রিয়াঙ্কাকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
উদ্ধারের সময় মহাদেব ও প্রিয়াঙ্কার গলায় ফুলের মালা ছিল। ঘর থেকে একটি সিঁদুরের কৌটোও পাওয়া গিয়েছে। যা থেকে অনুমান করা হচ্ছে যে, দুই জনে হোটেলেই মালা বদল করে বিয়ে করে। এছাড়া একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here