নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির মালবাজারে ওদলাবাড়ি এলাকার ঘিস রেল সেতুর ধারের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হলো কলকাতা থেকে উত্তরবঙ্গে ঘুরতে আসা এক পর্যটকের দেহ। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা বাবলু লস্কর। বাবলু বন্ধু সরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গে বেড়াতে আসে। এরপর দার্জিলিং ঘুরে মালবাজারের একটি হোটেলে ওঠে। কিন্তু বিকেলবেলা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
Sponsored Ads
Display Your Ads Here
তবে সন্ধ্যাবেলায় ওদলাবাড়ির ঘিস নদীর উপর রেলসেতুর কাছে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তারপর জিআরপি দেহ উদ্ধার করে নিউ মাল জিআরপি অফিসে নিয়ে যায়। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক ভাবে অনুমান যে, বাবলুর বামনহাটগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। কিন্তু বাবলু আত্মঘাতী হয়েছে না কোনো দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here