নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের যোধপুরের ভুংরা গ্রামে একটি বিয়েবাড়িতে পাঁচটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই জন শিশু সহ ৪ জনের। আর আগুনে ঝলসে গিয়েছেন বর ও বরের মা-বাবা সহ ৬০ জন। তাদের শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের ভিত্তিতে জানা যায়, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ি ভর্তি লোকের মধ্যে হঠাৎই জোরালো কয়েকটি বিস্ফোরণে গোটা বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনেই বরযাত্রীদের মধ্যে ষাট জন ঝলসে যান। আর চার জনের মৃত্যু হয়। এছাড়া বিস্ফোরণের তীব্রতা বেশী থাকায় বাড়ির একাংশও ভেঙে পড়ে।

এই ঘটনায় আহতদের মধ্যে ৪২ জনকে এমজিএইচ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর বাকিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রান্না করার সময় সিলিন্ডার থেকে গ্যাস লিক হওয়ার ফলেই আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code