নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার ব্যাঁটরার একশো ফুট রাস্তার কাছে ইছাপুরে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে দ্রুত গতিতে আসা দুধের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো ৩২ বছর বয়সী পায়েল চৌধুরী নামে ১ তরুণীর। বাড়ি লিলুয়ার কাজিপাড়ায়। আকস্মিক এই ঘটনায় ওই তরুণীর পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও শোকস্তব্ধ হয়ে পড়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কথায়, “এদিন পায়েল বাড়ি থেকে বেরিয়ে ইছাপুরে বাস থেকে নেমে হেঁটে অফিসে যাচ্ছিল। ওই সময় তাকে পিছন থেকে একটি দুধের গাড়ি সজোরে ধাক্কা মারতেই রাস্তায় ছিটকে পড়েন। এরপর এলাকাবাসীরাই তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।”
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ব্যাঁটরা থানার পুলিশ চালক সহ ওই ঘাতক দুধের গাড়িটিকে আটক করেছেন। এর পাশাপাশি মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।