মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরণার ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী জয়ন্তীপুর এলাকায় বিএসএফ প্রায় এক কোটি টাকা মূল্যের ১৫ টি সোনার বিস্কুট সহ এক জন মহিলা পাচারকারীকে আটক করলেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওই সোনার মোট ওজন এক কিলোগ্রাম সাতশো গ্রামের কিছুটা বেশী। ১৫৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা প্রথমে আকলিমা সর্দার নামে ওই মহিলাকে আটকে সোনা উদ্ধার করে আকলিমাকে পেট্রাপোলের শুল্ক বিভাগের হাতে তুলে দেন। উদ্ধার হওয়া ওই সোনার আনুমানিক মূল্য ৯৭ লক্ষ টাকার সামান্য বেশী।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ওই মহিলা জেরায় জানান, “তাকে বেনাপোলের বাসিন্দা তথা বাংলাদেশি চোরাকারবারী বাদল বাজেয়াপ্ত হওয়া সোনা দিয়েছিল। আর পেট্রাপোলের বাসিন্দা তথা ভারতীয় চোরাকারবারী আসগর শেখের কাছে ওই সোনার বিস্কুটগুলি হস্তান্তর করার কথা ছিল। এছাড়া এই কাজের জন্য দুই হাজার টাকা দেওয়া হত।”