নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ ‘কামতাপুর পিপল্স পার্টি’(কেপিপি) পৃথক রাজ্যের দাবীতে জলপাইগুড়ির ময়নাগুড়ি স্টেশনে আবার রেল রোকো কর্মসূচী শুরু করল। তাই আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ মালগাড়িও থমকে গেল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই এই কর্মসূচী নিয়ে আন্দোলনকারীরা স্টেশনে ভিড় জমিয়েছেন। আন্দোলনকারীরা রেল লাইনে বসেও পড়েন। এই আন্দোলনের জেরে আলতাগ্রাম স্টেশনে মালগাড়ি আটকে পড়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী স্টেশনে স্টেশনে মোতায়েন করা হচ্ছে। আর এই ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটার কারণে যাত্রীরা খুব অসুবিধার মধ্যে পড়লেন। এরফলে অনেক যাত্রীকে বাসে করে গন্তব্যস্থলে পৌঁছাতে হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here