নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আজ পুরুলিয়ার আদ্রায় ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার রেলকর্মী ও তার ৫ বছর বয়সী মেয়ের দেহ। মৃত ৩৫ বছর বয়সী অমর মোদক রেলের চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন। আর মেয়ের নাম অঙ্কিতা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, মোবাইলে অনলাইন গেম খেলতে গিয়ে লক্ষাধিক টাকার দেনা হয়ে যাওয়ায় ঋণ শোধের জন্য প্রায়শই পাওনাদারেরা বাড়ি এসে তাগাদা দিতেন। এতে গত কয়েক দিন ধরেই অমরবাবু মানসিক সমস্যায় ভুগছিলেন। এরপরই এদিন ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে এসে বাবা-মেয়ের দেহ উদ্ধার করেন। আর আগামীকাল অর্থাৎ সোমবার মৃতদেহ দু’টির ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।