নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ সরকারী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে দু’টি গাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েক জন শিশু ও মহিলা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারী বাসটি সিতাই থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ওই সময় উল্টো দিক থেকে আসা কয়লা বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হতেই বাসটিতে আগুন ধরে যায়। আর লরিটিও আগুনে পুড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীরা আগুন দেখে দমকল বিভাগকে খবর দিলে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, ‘‘আমাদের সংস্থার একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। দু’টি গাড়িরই অনেকাংশ পুড়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবহণ সংস্থার আধিকারিকরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। তবে সংঘর্ষের পর শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।’’ এদিকে এই ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য শিলিগুড়ি-কোচবিহার রাজ্য সড়কের জামালদহ থেলপুর মোড় এলাকা একেবারে স্তব্ধ হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here