চয়ন রায়ঃ কলকাতাঃ এবার কলকাতা পুরসভা শহরের সমস্ত হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে পুরসভার তরফ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক ভাবে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, শহরের যে সমস্ত রেস্তোরাঁ বা হোটেলগুলিকে হুক্কা বার চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, তাদেরকে নতুন করে আর অনুমতি দেওয়া হবে না।
এদিন মেয়র ফিরহাদ হাকিম জানান, “শহরের সব রেস্তোরাঁ কর্তৃপক্ষকেই হুক্কা বার বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুরোধে কাজ না হলে বা গোপনে হুক্কা বার চালানো হলে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। নিয়ম অমান্য করলে রেস্তোরাঁগুলির লাইসেন্স নবীকরণ করা হবে না। অবৈধ হুক্কা বার বন্ধে অভিযান চালানোর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের সাথে পুর-আধিকারিকদের কথা হয়েছে।”
পুরসভা সূত্রে জানানো হয়েছে, হুক্কা বারগুলিতে হুক্কার সাথে এমন কিছু রাসায়নিক দেওয়া হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভবিষ্যতে শহরকে পুরসভা হুক্কা বার মু্ক্ত করতে চাইছে। আর হুক্কা বার খোলার জন্য নতুন করে লাইসেন্স দেওয়া হবে না।
প্রসঙ্গত, কলকাতায় আলাদা করে হুক্কা বার খোলার জন্য অনুমতি দেওয়া হয় না। মূলত রেস্তোরাঁর সাথে যুক্ত হুক্কা বারগুলি নির্দিষ্ট কিছু শর্তপূরণ করতে পারলে এই বিষয়ে অনুমতি দেওয়া হত। সময় অনুযায়ী লাইসেন্স নবীকরণও করতে হত। কিন্তু এদিনের পর বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও এদিনের মধ্যেই রেস্তোরাঁগুলিকে হুক্কা বার বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।