চয়ন রায়ঃ কলকাতাঃ আজ ২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রথম দিনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা ২ টো অবধি চলে। কিন্তু সকালবেলা ১০ টা ৪৭ নাগাদ হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে।
পর্ষদ সভাপতি গৌতম পাল এই প্রসঙ্গে জানান, ‘‘এই অভিযোগকে পর্ষদ হালকা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরী করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’ যদিও পর্ষদ সূত্রে জানানো হয়েছে, সিআইডি তদন্তের বিষয়টি নিয়ে অবগত নন। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তদন্তের জন্য পর্ষদ সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে।