নিউজ ডেস্কঃ ইন্দোনেশিয়াঃ আজ ইন্দোনেশিয়া বড়ো মাপের ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভারতীয় সময় সন্ধ্যা ৮ টা ৩০ মিনিট নাগাদ সুমাত্রার দক্ষিণ-পশ্চিমে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকাল সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৯ ছিল।
ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল। যা সুমাত্রার বেঙ্গকুলু থেকে ২১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। তবে সুমাত্রায় কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
সাধারণত বড়ো কম্পাঙ্কের ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের যত উপরে হয় ক্ষয়-ক্ষতির সম্ভাবনা ততই বাড়ে। এক্ষেত্রেও যেহেতু ভূকম্পনের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে শুধুমাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল তাই বড়ো মাপের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code