নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ আজ পুরুলিয়ার জয়পুর থানার প্রতাপপুর এলাকায় কুন্তি নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা যায়, প্রায় চার মাস আগে আড়ষা থানা এলাকার চিটিডি গ্রামের বাসিন্দা ভদ্রেশ্বর মাহাতো জয়পুর থানার প্রতাপপুর গ্রামের বাসিন্দা সমীর মাহাতোর সাথে কুন্তির বিয়ে দিয়েছিলেন। বিয়ের সময় সমীরের দাবী ছিল, মোটা অঙ্কের নগদ টাকা দিতে হবে। কিন্তু সেই টাকা দিতে না পারায় মেয়েকে রীতিমতো কথা শুনতে হত।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
তাই ভদ্রেশ্বরবাবু ৮৫ হাজার টাকা জোগাড় করে জামাইয়ের হাতে তুলে দিয়েছিলেন। তবে তাতেও সমীর সহ তার পরিবারের সদস্যরা সন্তুষ্ট না হয়ে কুন্তির উপর অত্যাচার চালায়। আর একটি বাইক ও দু’ভরি সোনার দাবী করে। ভদ্রেশ্বরবাবু সেগুলি দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু এদিন কুন্তির মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা করেছেন বলে দাবী করেছেন। মৃতার পরিবারের সদস্যরা কুন্তির শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছেন। যদিও এই ঘটনায় এখনো অবধি কেউ গ্রেফতার হননি।