নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির জলন্ধর রেলস্টেশন চত্বরে এক স্যুটকেসের মধ্যে থেকে উদ্ধার হলো ১ টি মৃতদেহ।
যা দেখে স্টেশন চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, পরিত্যক্ত ওই স্যুটকেস দেখে অনেকে পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। আবার অনেকে কৌতুহল দেখিয়ে থমকে গিয়েও তা খুলে দেখার ঝুঁকি নেননি। কিন্তু এক যাত্রী পাশ কাটিয়ে যেতে গিয়েও ফিরে এসে ওই স্যুটকেসে কি আছে তা দেখতে এদিক ওদিক করতেই রীতিমতো চমকে গেলেন।
দেখা যায়, স্যুটকেসটি ঠিক মতো বন্ধ করা না থাকায় স্যুটকেসের ফাঁক গলে এক জন মৃত ব্যক্তির পা বেরিয়ে এসেছিল। এরপর রেল পুলিশের কাছে বিষয়টি জানানো হলে রেল পুলিশ এসে তা উদ্ধার করে স্যুটকেসের ভিতের থাকা মৃতদেহটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
পুলিশ খবর পেয়েই গোয়েন্দা কুকুর সহ ফরেন্সিক দলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা যায়, ওই দেহটি ৪০ বছর বয়সী এক জন ব্যক্তির। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। কিন্তু ওই ঘটনাটি ঘটেছে কিভাবে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।