নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার তেহট্টের মিজোরামের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হয়েছে ৩ জনের। মৃতরা নদীয়ার তেহট্টের কালিতলা পাড়া এলাকার বাসিন্দা ২০ বছর বয়সী রাকেশ বিশ্বাস, ২২ বছর বয়সী মিন্টু মণ্ডল ও ২৪ বছর বয়সী বুদ্ধদেব মণ্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৮ ই নভেম্বর রাকেশ, মিন্টু এবং বুদ্ধদেব একটি ঠিকাদার সংস্থার অধীনে কাজ করতে মিজোরাম যান। সংস্থাটি মিজোরামে জাতীয় সড়ক নির্মাণের কাজ করছিল। রাস্তা নির্মাণের সময় তেরো জন শ্রমিক খাদান থেকে পাথর আনার কাজ করছিলেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু আচমকা ওই খাদানে বেশ কয়েকটি বড়ো পাথরের চাঁই গড়িয়ে নীচে পড়তেই ওই তেরো জন শ্রমিক চাপা পড়েন। তবে অভিযোগ ওঠে যে, পাথর চাপা পড়ার প্রায় চার ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়। এছাড়া মৃতদের মধ্যে এক জন চাপড়ার বাসিন্দা। আর অন্য জন উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা।
যদিও এই ঘটনায় এখনো অবধি আট জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে মৃতদের পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।