নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ মেদিনীপুরের পটাশপুর দুই নম্বর ব্লকের নোনাকৌড়দারে বিষাক্ত মাকড়সার কামড়ে হাত ঝলসে ফোসকা পড়ে ভয়াবহ অবস্থা ৪০ বছর বয়সী মঞ্জু দাসের। পরিবার দাবী ওই মাকড়সা ট্যারেন্টুলা।
জানা গিয়েছে, মঞ্জু দেবী বাড়ির উঠোনে রোদ থেকে জ্বালানী তুলতে গেলে তার বাম হাতে একটি মাকড়সা উঠে কামড় দেয়। আর কামড় দিতেই যন্ত্রণায় ফেটে পড়ে। এরপর মঞ্জু দেবীর পরিবারের সদস্যরা মাকড়সাটিকে মেরে প্যাকেট বন্দি করে মঞ্জু দেবীকে নিয়ে স্থানীয় কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যান।
কিন্তু সময় যত গড়ায় যন্ত্রণা ততো বাড়তে থাকে। আর গোটা হাতে ফোসকা পড়তেই মহিলা ও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরের দিন এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হলে প্রায় দশ দিনের ধরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলে।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, হাতে তৈরী হওয়া ক্ষত ধীরে ধীরে শুকোতে শুরু করেছে। ভালো হতে আরো কিছুদিন সময় লাগবে। তবে আতঙ্কের কোনো কারণ নেই। যদিও এই যাত্রায় প্রাণ বাঁচলেও এখনো পুরোপুরি ভাবে আতঙ্ক কাটেনি।