নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ দুর্গাপুরের ইস্পাত নগরীর বি জোনের নিউটন এলাকায় ২০ নম্বর স্ট্রিটে স্কুটারের আসন ছিঁড়ে দেওয়ায় বিরক্ত হয়ে গর্ভবতী একটি কুকুরকে এয়ারগান দিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠলো ইস্পাত কারখানার কর্মরত ৫৫ বছর বয়সী দিব্যেন্দু ভাওয়াল নামে এক জন ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিব্যেন্দুর স্কুটির আসন বার বার ছিঁড়ে ফেলছিল তাই রাগের বশে কুকুরটিকে এয়ারগান দিয়ে গুলি করে মেরে ফেলেন। এছাড়া মাঝের মধ্যে ওই কুকুরের চিৎকারে নাকি পরিবারের সদস্যদের অসুবিধে হওয়ায় দিনের পর দিন কুকুরের এই আচরণ সহ্য করতে না পেরে এই ঘটনা ঘটান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই ঘটনায় কুকুরটিকে গুলি করতেই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসীরা এসে মৃতদেহ দুর্গাপুর থানার আওতায় থাকা বিজন ফাঁড়িতে নিয়ে যান। পুলিশ এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছেন।
এই ঘটনায় এলাকাবাসী থেকে পশুপ্রেমী সংগঠনের সদস্যেরা সকলেই দিব্যেন্দুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। কিন্তু দিব্যেন্দুর মা সাবিত্রী ভাওয়াল ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মেনে নিয়েছেন। তবে দাবী করেছেন যে, ‘‘কুকুরটিকে প্রাণে মারার কোনও অভিপ্রায় ছিল না। শুধু গুলি করে ভয় দেখাতে চেয়েছিল। আর পাখি মারার জন্যই এয়ারগানটা রেখেছিল।’’