নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ বিদ্যুৎ এর বিল বকেয়া রয়েছে। তা না মেটালেই বিপদ হবে। হোয়াটসঅ্যাপে আসা এই মেসেজে সাড়া দিয়ে প্রায় লক্ষ টাকা খোয়ালেন উত্তর চব্বিশ পরগণার বারাসাতের বাসিন্দা নবনীতা সরকার নামে এক জন স্কুল শিক্ষিকা। তিনি সুতির একটি বিদ্যালয়ে পড়ানোর জেরে ফরাক্কা ব্যারেজ প্রকল্পের আবাসনে থাকেন।
তাই দীর্ঘ দিন বারাসাতের আবাসনে থাকেন না। সেই কারণে বিদ্যুৎ এর বিল বকেয়া পড়েছিল। হোয়াটসঅ্যাপে ওই বকেয়া বিল মেটানোর বিষয়ে একটি মেসেজ আসে। যা দেখে বিভ্রান্ত হয়ে ওই নম্বরে ফোন করতেই বিল পরিশোধ করার জন্য মোবাইলে একটি অ্যাপও ডাউনলোড করতে বলা হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর অ্যাপ ডাউনলোড করার পর দশ টাকা পাঠাতে বললে ওই শিক্ষিকা ডেবিট কার্ডের মাধ্যমে দশ টাকা ট্রান্সফার করার পরই অ্যাকাউন্ট থেকে তিনটি ধাপে মোট ৯৭ হাজার ৫১০ টাকা গায়েব হয়ে যায়।
যা দেখতে পেয়েই ওই শিক্ষিকা প্রতারকের ফোন কেটে অ্যাপটিও ডিলিট করে দেন। ফলে অ্যাকাউন্ট থেকে আর কোনোরকম ট্রানজাকশন করা সম্ভব হয়নি। শেষ অবধি ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেন।