ব্যুরো নিউজঃ সুইৎজারল্যান্ডঃ উত্তর-পূর্ব সুইৎজারল্যান্ডের সেন্ট গ্যালেন নামক একটি এলাকায় জুতোর ভিতরে কিছু আটকে থাকায় তা ঠিক করতে গাড়ি থেকে নামার সময় নিজের গাড়িতে পর পর তিন বার চাপা পড়ে মৃত্যু হলো ৪৫ বছর বয়সী এক মহিলার।
সূত্র মারফত খবর, ওই মহিলা গাড়িটি হালকা ঢালু একটি রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে জুতোটি ঠিক করছিলেন। আর তখনই গাড়িটি পিছন দিকে গড়াতে শুরু করলে ওই মহিলা গাড়ির ভিতরে না ঢুকে বাইরে থেকে বল প্রয়োগ করে থামানোর চেষ্টা করলে অবশেষে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যেতেই প্রথম বার গাড়িতে চাপা পড়েন।
এরপর গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা মেরে ওই মহিলার গাড়িটি সামনে এগোতে শুরু করে। এই ঘটনায় ওই মহিলা আহত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকাকালীন গাড়িতে দ্বিতীয় বার চাপা পড়েন।
এমনকি আবার গাড়িটি রাস্তার ধারে একটি জায়গায় ধাক্কা মেরে পিছনের দিকে যেতে শুরু করলে ওই মহিলা ফের চাপা পড়েন। তারপর শেষমেষ ওই গাড়িটি একটি কাঠের দেওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। এরপরেই ওই মহিলাকে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়।