মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ কাঁকিনাড়া, নরেন্দ্রপুরের পর এবার উত্তর চব্বিশ পরগণার নৈহাটির শিবদাসপুরে ভর সন্ধ্যাবেলা গুলি চলার পাশাপাশি বোমাও ফাটলো। এর জেরে আহত হয়েছেন প্রায় ৩ জন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা কয়েক জন দুষ্কৃতী বাইকে করে এলাকায় এসে একের পর এক বোমা ছুৃঁড়তে শুরু করে। এছাড়া গুলিও চলতে থাকায় এক জন ব্যক্তির শরীরে তিনটি গুলি লাগে। এই বোমাবাজির জন্য আরো দু’জন আহত হয়েছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আহতদের কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। এদিকে আহত ব্যক্তিকে দেখতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা এই ঘটনার পিছনে বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। তবে পঞ্চায়েত ভোটের আগে এই গোলমালের ঘটনায় রাজনৈতিক কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।