নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ আজ জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে একটি বিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে ধস চাপা পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। আর আটকে পড়েছেন অন্তত ৬ জন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, উদ্ধারকারী দল খবর পেয়েই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে সবাইকে উদ্ধার করার পর নিজেরাই আটকে পড়েন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো অবধি উদ্ধারকারী দলের ছয় জন সদস্য আটকে রয়েছেন।
ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় তাদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। রাতের অন্ধকারে আলো জ্বালিয়েও উদ্ধারকার্য চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাজ শুরু করে দিয়েছে।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিন্হা এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইটের মাধ্যমে জানান, ‘‘কিস্তওয়ারের ডিসির সাথে কথা হয়েছে। র্যাটল বিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে এমন ধসের ঘটনায় এক জন জেসিবিচালকের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলের ছয় জন সদস্যও ধস নামা সুড়ঙ্গে আটকে পড়েছেন।’’
তবে আচমকা ধসের ঘটনা ঘটেছে কিভাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি।