অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল নরেন্দ্রপুরের দাসপাড়ায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় আহত হয়েছে পাঁচ জন নাবালক। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক জন নাবালক খেলা করার সময় আচমকা দেখতে পায় যে মাঠের ধারে একটি ফাঁকা বাড়িতে মুখ ঢাকা কয়েক জন কিছু করছেন। সন্দেহ হওয়ায় নাবালকেরা তাদের কি করছেন জিজ্ঞেস করতে তারা চলে যেতে বলেন।
কিন্তু নাবালকরা না গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকলে দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে পর পর দু’টি বোমা ছোঁড়ায় তারা আহত হয়েছে। এই ঘটনায় ওই নাবালকদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অভিযুক্তরা বোমা ছুঁড়েই চম্পট দেন। মুখ ঢাকা থাকায় চেনা যায়নি।
পুলিশ এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে একটি ফাঁকা ড্রাম ও একটি বাইক উদ্ধার করে অভিযুক্তদের সন্ধান শুরু করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন।