পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার জীবনতলা থানার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের নতুনপল্লি এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মৃতা ৪০ বছর বয়সী সুপর্ণা হালদার।
জানা গিয়েছে যে, দীর্ঘ দিন থেকেই সুপর্ণা ও তার স্বামী কমল হালদারের মধ্যে অশান্তি লেগে থাকত। তাই প্রায়শই সুপর্ণা বাপের বাড়ি চলে যেতেন। আর গতকাল কমলের কাছে পাড়ার কালীপুজোর বিসর্জন দেখতে যেতে চেয়েছিলেন।
কিন্তু সে যেতে বাধা দিলে সুপর্ণা জোর করে যেতে চাইলে কমল মাথায় হাতুড়ি মেরে খুন করে পালিয়ে যায়। এরপর ১৫ বছর বয়সী ছেলে সোমনাথ হালদার থানায় গিয়ে কমলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ দায়ের করলে পুলিশ ধৃতের বিরুদ্ধে খুন, বধূ নির্যাতন সহ নানা ধারায় অভিযোগ এনে মামলা রুজু করেছেন।
এছাড়া ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় খুনের যথাযথ কারণ জানতে তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্ত কমলকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।