নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের সারানগড়-ভিলাইগড় জেলার সারিয়া শহরের অটল চক এলাকায় ভারতীয় হয়ে বাড়িতে পাকিস্তানের পতাকা উত্তোলনের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হলেন ৫২ বছর বয়সী মুস্তাক খান নামে এক জন প্রৌঢ়। মুস্তাক খান পেশায় এক জন ফল বিক্রেতা।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, তিনি নিজের বাড়িতে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন। ওই সময় কিছু এলাকাবাসী এই ঘটনাটি দেখে গোটা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পতাকাটি নামিয়ে সেটি বাজেয়াপ্ত করে মুস্তাককে গ্রেফতার করে উপযুক্ত ধারায় মামলা রুজু করেছেন।

- Sponsored -
ইতিমধ্যে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্তও শুরু করে দিয়েছেন। এই ঘটনার পর স্থানীয় বেশ কয়েক জন বিজেপি নেতা-কর্মী সারিয়া থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেব। আর অভিযুক্ত মুস্তাকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবী জানিয়েছে।