নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের আগ্রার মহল্লা শায়খানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে রসগোল্লা কম পড়ায় তা নিয়ে বিবাদের জেরে মৃত্যু হলো বিয়েবাড়িতে আগত ১ জন অতিথির। আর আহত হয়েছেন ৫ জন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, উসমান নামে এক জন ব্যক্তির মেয়ের বিয়ে উপলক্ষ্যে অতিথিরা খেতে বসেছিলেন। কিন্তু শেষপাতে রসগোল্লা কম পড়ায় পাত্রপক্ষ ক্ষোভ প্রকাশ করলে পাত্রীপক্ষ প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। যা হাতাহাতি অবধি পৌঁছায়।

- Sponsored -
আর এর মধ্যেই এক জন ছুরি বার করে অতিথিদের আক্রমণ করেন। এই ঘটনায় আহতদের এতমাদপুরের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। কিন্তু ২২ বছর বয়সী সানি নামে এক জন যুবক গুরুতর আহত হওয়ায় পরে শারীরিক অবস্থার অবনতির জন্য সরোজিনী নাইডু মেডিকেল কলেজে ভর্তি করানো হলে সেখানেই চিকিৎসার সময় মৃত্যু হয়।
এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে মৃতের পরিবারের তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়।