নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লির গুরুগ্রামের এমজি রোড এলাকায় একটি বহুতল আবাসনের ন’তলায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী এক জন বৃদ্ধার।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকল আধিকারিকরা চারটি ইঞ্জিন নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর আবাসনের যে অংশে আগুন লাগে সেখান থেকে বিনয় কুমারী গুপ্ত ও তার অশীতিপর বাবাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।

- Sponsored -
পরে বিনয় কুমারী জানান, “তার বৃদ্ধা মা বন্ধ ঘরের মধ্যে ঘুমোচ্ছেন। এই কথা শুনে দমকলের আধিকারিকরা দরজা ভেঙে অচেতন অবস্থায় বৃদ্ধা পুষ্পা গুপ্তকে উদ্ধার করে নিয়ে এসে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।”
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, পুষ্পা দেবী দমবন্ধ হয়ে মারা গেছেন। দমকল আধিকারিকদের প্রাথমিক ভাবে অনুমান যে, এলইডি আলোর বোর্ড থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।