নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল গভীর রাতেরবেলা নদীয়ার কৃষ্ণনগরে কোতোয়ালি থানার নুড়িপাড়া এলাকার গলিতে কালী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় দমকলের এক জন কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। নিহতের নাম তুহিনশুভ্র বসু। বয়স ৩৯ বছর। তুহিন রানাঘাট দমকল বিভাগের কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি স্ত্রী-সন্তানকে নিয়ে কৃষ্ণনগরের নেদেরপাড়ায় থাকতেন। রাতেরবেলা ২ টো নাগাদ দুই বন্ধুর সাথে কালীপুজোর ভাসান দেখতে চৌরাস্তায় গিয়েছিলেন। এরপর একটি গলিতে প্রস্রাব করতে ঢুকেছিলেন। কিন্তু সেখানে কয়েক জন মদ্যপান করছিল। আচমকা তুহিনের তাদের সাথে বচসা শুরু হলে তুহিনকে তারা ধারালো অস্ত্র দিয়ে পায়ে কোপ মারে।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় পরিবারের তরফ থেকে কোতোয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, তুহিন গলির ভিতরে মত্তদের সাথে বচসায় জড়িয়ে পড়ায় এমন কাণ্ড ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here
তবে তুহিনের ভাই অর্কশুভ্র বসু জানান, ‘‘হঠাৎ করে আমার কাছে ফোন আসলে জানতে পারি, দাদা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। সাথে সাথে হাসপাতাল যাই। ওর বন্ধুদের সাথে কথা বলেছি। কিন্তু বন্ধুদের বয়ান মিলছে না। এক জন বন্ধু বলছে, ‘আমরা দু’জন ছিলাম।’ আরেক জন বন্ধু বলছে, ‘আমরা তিন জন ছিলাম।’ অন্য জন বন্ধু বলছে, ‘ওকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে।’ আবার কেউ কেউ বলছে, ‘ওকে কোপ মারা হয়েছে।’
Sponsored Ads
Display Your Ads Here
অতএব বন্ধুদের কথায় অসঙ্গতি রয়েছে। কে বা কারা মেরেছে বুঝতে পারছি না। আমরা চাই দোষীদের শাস্তি হোক।’’ তবে এই খুনের সাথে কে বা কারা কি কারণে জড়িত তা এখনো অবধি স্পষ্ট ভাবে জানা যায়নি। কিন্তু পুলিশ অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করেছেন।