নিউজ ডেস্কঃ কর্ণাটকঃ ইদানীং অনলাইনে কিছু কিনতে গেলে মানুষকে প্রতারণার শিকার হতে হচ্ছে। এবার অনলাইনে ল্যাপটপ কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন কর্ণাটকের মেঙ্গালুরুর চিন্ময় রমানা নামে এক যুবক। যেখানে ল্যাপটপের পরিবর্তে তার বাড়িতে এসেছে বড়োসড়ো এক পাথরের টুকরো। আর ল্যাপটপের বাক্সে বেশ কিছু বৈদ্যুতিন বর্জ্য ভরে দেওয়া হয়েছিল।
চিন্ময় টুইটারে জানান, ‘‘দীপাবলির অফার চলাকালীন একটি জনপ্রিয় অনলাইন পণ্য কেনাবেচার অ্যাপে একটি ল্যাপটপ অর্ডার করেছিলেন। টাকাও দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বাড়িতে আসা বাক্স খুলে দেখা যায়, তাতে ল্যাপটপের পরিবর্তে বড়োসড়ো একটি পাথরের টুকরো ও কিছু বৈদ্যুতিন বর্জ্য রয়েছে।
তাই বাকিদের জনপ্রিয় ওই অ্যাপ থেকে আর কখনো কোনো জিনিস কিনবেন না বলে পরামর্শও দিয়েছেন।’’ তবে ওই ব্যক্তি অবশ্য অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ল্যাপটপের পুরো টাকাই ফেরত দিয়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, নির্দিষ্ট ওই অনলাইন কেনাবেচার অ্যাপটিতে এমন অর্ডার বিভ্রাটের খবর নতুন নয়।