নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কাশিবাটি গ্রামে কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন শিশু ও মহিলা সহ অনেক জন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর স্থানীয় বাসিন্দা অজয় দাসের বাড়িতে ধুমধাম করে কালীপুজো হয়। পরের দিন বহু মানুষ প্রসাদ খাওয়ার জন্য হাজির হন। কিন্তু দুপুরবেলার পর থেকেই অনেকেরই পেটের সমস্যা দেখা যায়। অনেকেই বমি করতে থাকেন।
এরপর বিকেলবেলার পর থেকে একে একে শিশু, মহিলা সহ অন্তত ২৫ জন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে থাকেন। আর অনুমান করা হয়েছে যে, ওই কালীপুজোর প্রসাদ খেয়েই এমন ঘটনা ঘটেছে।