অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী কালীপুজোর সময় বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নামে আছড়ে পড়তে পারে। আর তাই কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার বিভিন্ন দপ্তরকে জরুরী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।
পুর নিকাশি দপ্তর সূত্রে খবর, শহরের ৭৯ টি পাম্পিং স্টেশনে ৪৩০ টি পাম্প রয়েছে। সেগুলি যাতে ঠিক ভাবে কাজ করে তাই পাম্পিং স্টেশনের কর্তব্যরত আধিকারিকদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা জরুরী সব দপ্তরের ছুটি বাতিল করেছে। ২৪ ঘণ্টা পুরসভার দুটি কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে। সেখান থেকে শহরের কোথাও জল জমে থাকলে তা স্ক্রিনের মাধ্যমে দেখা যাবে।
এছাড়া জমা জল বার করতে পুরসভার কেন্দ্রীয় দল ছাড়াও বরোভিত্তিক গাড়ি ও কর্মীরা কাজ করবেন। আধিকারিকেরা কন্ট্রোল রুম থেকে বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন। বরোর চেয়ারম্যানেরাও কাজে তদারকি করবেন। ভারী বৃষ্টিতে নীচু এলাকায় জল জমলে পুরসভার কমিউনিটি হল বা পুর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হবে।
পাশাপাশি উদ্যান দপ্তর কোথাও গাছ ভেঙে পড়লে ১৬ টি বরোয় পৃথক দল গড়ে কাজ করবে। প্রত্যেক বরোয় কর্মী, গাড়ি এবং যন্ত্রপাতি থাকবে। বাতিস্তম্ভ থেকে দুর্ঘটনা এড়াতে আলো দপ্তরকে অতি সতর্ক থাকতে বলা হয়েছে। তাছাড়া জমা জল ও বাতিস্তম্ভ, এই দুইয়ের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু ঘটায় আলো দপ্তরের ইঞ্জিনিয়ারদের সতর্ক থাকতে বলা হয়েছে। আর সিএসসির সাথে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।