নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার থরালি ব্লকের গাইনগড় গ্রামে পাহাড়ের বিশাল অংশ বাড়ির উপর ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আর গুরুতর আহত হয়েছেন ১ জন।
জানা যাচ্ছে, পাহাড়ি উপত্যকায় গ্রামের একটি প্রান্তে ওই বাড়িটি ছিল। পাশেই উঁচু পাহাড়। হঠাৎই বিকট একটি আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে। আর দেখা যায়, গ্রামের প্রান্তে একটি বাড়ির উপর পাহাড়ের বিশাল অংশ ধসে পড়েছে। সমগ্র এলাকা ধুলো ও পাথরের গুঁড়োয় ভরে গিয়েছে।
এরপর দ্রুত এলাকাবাসীরা ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই পরিবারের ১৫ বছর বয়সী যোগেশকে উদ্ধার করে স্থানীয় থরালি হাসপাতালে পাঠায়।
তারপর ধ্বংসস্তূপ সরিয়ে একে একে ৩৭ বছর বয়সী সুনীতা দেবী, ৪৫ বছর বয়সী জ্ঞানানন্দ, ৫৭ বছর বয়সী দেবানন্দ ও ৭৫ বছর বয়সী বাচৌলি দেবীকে উদ্ধার করা হয়। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান নন্দকিশোর জোশী জানান, ‘‘খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়েছিল। আমরা জানতে পেরেছি ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই।’’