ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের কিন ডিলান-হপকিন্স বিমানবন্দরের উত্তরে বিচক্রাফট সিয়েরা বিমানটি একটি বাড়ির উপর বিমান ভেঙে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই দুর্ঘটনায় বিমানের এক জন যাত্রীও আর বেঁচে নেই।
সূত্রের ভিত্তিতে জানা যাচ্ছে, প্রথমে ছোটো বিমানটি বাড়ি সংলগ্ন ফসল রাখার গুদামে আছড়ে পড়ে। এরপরে বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়তেই আশপাশের সব বাড়িতেই আগুন ধরে যায়। ফলে গোটা এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। তবে সঠিক সময়ে বাড়ি থেকে বাসিন্দারা বেরিয়ে আসায় সুস্থ রয়েছেন।
আমেরিকা বিমান মন্ত্রক ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে জানানো হয়েছে, আচমকা বিমানটি ভেঙে পড়লো কেন তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।