চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলার পর আবার আজ দুপুরবেলা সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের সামনে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। এদিন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের একাংশ নতুন করে ওই এলাকায় বিক্ষোভ শুরু করেন। পাশাপাশি এসএফআই-ডিওয়াইএফআই গতকাল রাতেরবেলা পুলিশী বলপ্রয়োগে টেট আন্দোলনকারীদের জোর করে তোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ তাদেরও আটকে দেয়।
এই ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করলে পরে তাদেরও টেনে হিঁচড়ে সরানো হয়। এতে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি সামলাতে এলাকায় প্রচুর পুলিশকর্মী সহ র্যাফ মোতায়েন করা হয়েছে। পুলিশ বেশ কয়েক জনকে টানতে টানতে প্রিজন ভ্যানে তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
নতুন করে উত্তেজনা ছড়ানোর পর থেকেই করুণাময়ীতে প্রাথমিক পর্ষদের দপ্তর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গোটা এলাকায় পুলিশ ধরপাকড় শুরু করেছে। মীনাক্ষী মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘পুলিশ বাংলার আন্দোলনকে ভয় পাচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here